মোহাম্মদপুর থেকে ‘নিখোঁজ’ শিশুটির সন্ধান পেয়েছে পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘নিখোঁজ’ শিশুটির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় তারা শিশুটির অবস্থান নিশ্চিত হয় এবং শিশুটির সঙ্গে কথা বলে।
ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান নিশ্চিত হয়েছে পুলিশ। শিশুটি সেখানে একজনের কাছে আছে। নওগাঁ সদর থানার পুলিশ সেখান থেকে শিশুটিকে নিজেদের হেফাজতে নিচ্ছে। খবর পেয়ে শিশুটির মা-বাবা নওগাঁয় রওনা হয়েছেন।
এদিকে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে র্যাব–৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা ।
গত রোববার সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটি ‘নিখোঁজ’ হয়। গতকাল সোমবার মোহাম্মদপুর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব। এমনকি তিনি মেয়ের খোঁজে ফেসবুকে একটি পোস্ট দেন।