বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শব্দঘরের জন্মদিন পালন

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
ছবি: সংগৃহীত

সাহিত্য পত্রিকা শব্দঘর দশম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গুণী লেখক সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া এ শিশুসাহিত্যিক আখতার হুসেনকে পোর্ট্রেট তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, শব্দঘরের সম্পাদক মোহিত কামাল ও প্রকাশক মাহফুজা আখতার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে

অনুষ্ঠানে গুণী লেখক সম্মাননা তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

২০২২ সালের সেরা বইয়ের জন্য পাঁচজন লেখককে পুরস্কার দেয় শব্দঘর। তাঁরা হলেন পারভেজ হোসেন, খালেদ হোসাইন, বদিউদ্দিন নাজির, ফারহানা আজিম এবং আনজীর লিটন। পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে প্রশংসাপত্র, সম্মাননাপত্র ও নির্দিষ্ট অর্থমূল্যের চেক তুলে দেওয়া হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, প্রবন্ধকার বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, কবি শামীম আজাদ, শব্দঘরের সম্পাদক মোহিত কামাল ও প্রকাশক মাহফুজা আখতার।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাংলা সাহিত্যে শব্দঘর যেমন সুন্দর, তেমনি মানসম্মত লেখা প্রকাশে অগ্রণী ভূমিকা রাখছে।