বনানীর বহুতল ভবনটির ২১–২৮ তলা পর্যন্ত হিস্যা বণ্টনে স্থিতাবস্থা

বনানী শেরাটন হোটেল ভবন
ফাইল ছবি

রাজধানীর অভিজাত এলাকা বনানীতে সিটি করপোরেশনের জায়গায় বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের তৈরি করা ভবনটির ২১ থেকে ২৮ তলা পর্যন্ত হিস্যা বণ্টনের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদেশের পরে বোরাকের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ২১ থেকে ২৮ তলা পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। ফলে এই তলাগুলো যে অবস্থায় আছে, সেভাবেই থাকবে।

এর আগে গত ২৯ আগস্ট হাইকোর্ট বহুতল ওই ভবন নির্মাণের জন্য ঢাকা সিটি করপোরেশন ও বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে এবং চুক্তি অনুসারে দুই পক্ষের হিস্যা–সুবিধাদি বুঝে নিতে নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ৯ অক্টোবরের মধ্যে আদালতে উত্তর সিটি করপোরেশনকে প্রতিবেদন দিতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদলতে ওঠে।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক নিজে শুনানি করেন। বোরাকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও আইনজীবী মো. আবু তালেব শুনানিতে ছিলেন। উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী ইমতিয়াজ মঈনুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও রাজউকের পক্ষে আইনজীবী ইমাম হাছান শুনানিতে ছিলেন।

উত্তর সিটি করপোরেশনের আইনজীবী ইমতিয়াজ মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মূলত ভবনের বর্ধিত অংশ অর্থাৎ ১৫ তলা থেকে ২৮ তলা পর্যন্ত হিস্যা নিয়ে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি ছিল। এ ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) বিষয় রয়েছে। যে কারণে হিস্যা নিয়ে চুক্তি চূড়ান্ত করে প্রতিবেদন দাখিল করা যায়নি। সিভিল এভিয়েশন ২০১ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণে ছাড়পত্র দিয়েছে।’

রাজউকের আইনজীবী ইমাম হাছান প্রথম আলোকে বলেন, শুনানিতে আদালত প্রশ্ন রাখেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে বিবাদী করা হয়নি। তখন রিট আবেদনকারী আইনজীবী একটি আবেদন করবেন জানালে এক দিনের সময় মঞ্জুর করে আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন। সেই সঙ্গে ভবনটির ২১ থেকে ২৮ তলা পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন।

‘সরকারি জমিতে পাঁচ তারকা হোটেল’ শিরোনামে গত ১ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১২ জুন হাইকোর্ট রুল দিয়ে বহুতল ওই ভবন নির্মাণের জন্য ঢাকা সিটি করপোরেশন ও বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের মধ্যে হিস্যা ও সুবিধাদি নিয়ে ওঠা ইস্যুগুলো বিধান মেনে দুই মাসের মধ্যে মীমাংসা করতে নির্দেশ দেন।

আরও পড়ুন