বঙ্গবাজারের আগুনে আশপাশের সড়ক বন্ধ

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার পর মেয়র হানিফ ফ্লাইওভারের একটি অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় ওই এলাকার আশপাশের সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। এসব সড়কে এখন দোকান থেকে সরিয়ে আনা মালপত্র রাখা হয়েছে। আর কোনো রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছেন ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর আশপাশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। এরপরই আশপাশের মার্কেট থেকে মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।

আগুন লাগার পর হাইকোর্ট থেকে গুলিস্তান, হাইকোর্টের দিকে থেকে বঙ্গবাজার মার্কেট, নর্থ সাউথ রোডের দিক থেকেও বঙ্গবাজারের দিকের যাওয়ার রাস্তা বন্ধ আছে। গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়কেও যান চলাচল বন্ধ আছে।

বঙ্গবাজার থেকে ঢাকা হাইকোর্টমুখী সড়ক, বেগম সুফিয়া কামাল হল–সংলগ্ন সড়কে অনেক ব্যবসায়ী তাঁদের মালামাল এনে রেখেছেন। অনেককেই এ সময় কাঁদতে দেখা যায়।

আগুন লাগার পর মেয়র হানিফ ফ্লাইওভারের নিমতলী থেকে ফুলবাড়িয়া মুখের পথে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি–ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান। তিনি বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারের মতিঝিলের দিকটা খোলা রাখা হয়েছে। আগুন লাগার পর বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৬ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। আহত সদস্যদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।