সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত

হাসপাতালে চিকিৎসাধীন নূর নবী। ৫ মার্চ, ঢাকা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন। বিস্ফোরণের সময় তিনি ভবনটির নিচে ছিলেন। বিস্ফোরণে তাঁর মাথায় ভারী জিনিস পড়ে। এতে তাঁর মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়।

আহত ছাত্রের নাম নূর নবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। নূর নবী থাকেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালে নূর নবীর পাশে থাকা তাঁর সহপাঠী মোশাররফ হোসেন বলেন, সকালে সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের সময় নূর নবী ভবনটির নিচে ছিলেন। বিস্ফোরণের পর পর ভবনের তিনতলা থেকে ভারী জিনিস তাঁর ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং তাঁর ডান পা ভেঙে যায়। এখন ঢাকা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছে।

আজ রোববার বেলা ১১টার কিছু আগে ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার।