ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলশানে ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয় ভবনের অষ্টম তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে ডিএনসিসির বিদ্যুৎ নিয়ন্ত্রণকক্ষ থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, আজ সকাল ডিএনসিসি আটতলায় লিফটের পাশে বিদ্যুৎ নিয়ন্ত্রণকক্ষ থেকে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মকবুল হোসাইন আরও বলেন, ভবনের আটতলা ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। আটতলায় অভ্যর্থনা এলাকার পাশে এবং সামনের দিকের কয়েকটি কাচ ভেঙে ধোঁয়া বাইরে বের করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের একটি দল আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল রাশেদ প্রথম আলোকে বলেন, ডিএনসিসি ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আজ সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।