রাত ১০টার মধ্যে উত্তর সিটিতে ‘শতভাগ’ বর্জ্য অপসারণ, দক্ষিণে ‘৬০ ওয়ার্ডে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য অপসারণের কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে পূর্বঘোষিত ৮ ঘণ্টা, অর্থাৎ রাত ১০টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শতভাগ শেষ হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে সংস্থার জনসংযোগ বিভাগ।

এদিকে রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ৬০টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে দাবি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় পূর্বঘোষিত আট ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে।’

এর আগে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মেয়র ১৩ নম্বর ওয়ার্ডের মণিপুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সংস্থাটি বলছে, এদিন ঢাকা উত্তর সিটি এলাকা থেকে প্রায় ১৪ হাজার ৫০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে ৬০টি ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলো হলো ১ থেকে ৪, ৯, ১০, ১৩, ১৬-৩৮, ৪০-৪৬, ৪৮, ৫০-৫৯, ৬১-৬৪, ৬৮-৭৫ নম্বর। এ ছাড়া অন্য ওয়ার্ডগুলোতেও গড়ে ৯০ ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটিতে ওয়ার্ড ৭৫টি।