বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকায় আজ শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুই ব্যক্তি হলেন মো. রাসেল (৩০) ও মো. রনি (২৫)।
ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ও নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শেখ শাহ আলম।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, আজ সকাল নয়টায় মোহাম্মদপুরের রায়েরবাজারের ভাড়া বাসায় বৈদ্যুতিক যন্ত্রাংশ ঠিক করার সময় রাসেল বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাসেলের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এদিকে নিউমার্কেট থানার এসআই শেখ শাহ আলম বলেন, নিউমার্কেটে নীলক্ষেতের বলাকা ভবনের পাশের নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করার সময় আজ বিকেল পাঁচটায় রাজমিস্ত্রি রনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রনির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।