রাজধানীর ধানমন্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত সোয়া আটটার পর ‘মিরপুর সুপার লিংক’ নামের পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।
ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিরপুর সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, বাসে আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে আজ রোববার সারা দেশে দুই দিনের হরতাল শুরু হয়েছে। এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের হিসাবে, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় পাঁচটি, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দুটি ও ময়মনসিংহ বিভাগে একটি যানবাহনে আগুন দেওয়া হয়।