ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদ হক। ঢাকা, ২২ এপ্রিলছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. সোহাদ হক। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন শারীরিক শিক্ষাকেন্দ্রের সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছিলেন মো. সোহাদ হক। সাঁতার কাটতে কাটতে পুলের মাঝখানে চলে যান। সেখানে হঠাৎ ডুবে যান তিনি। পরে বন্ধুরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত সোহাদের সহপাঠী ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. পারভেজের ভাষ্য, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে সুইমিংপুলে সাঁতার কাটছিলাম। একপর্যায়ে সোহাদ সুইমিংপুলের মাঝখানে চলে যায়। সেখানে হঠাৎ ডুবে গেলে আমরা তাকে টেনে তুলে আনি। তার পেটে চাপ দেওয়া হলে কিছুটা পানি বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে আমরা তাকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিছুক্ষণ পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমান আজ বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সোহাদ হক ডুবে যায়। তার শারীরিক অবস্থা কী ছিল, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তার অভিভাবকেরা এসেছেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হবে, ময়নাতদন্ত করা হবে কি না।

সুইমিংপুলে যাওয়া সোহাদের একাধিক সহপাঠী প্রথম আলোকে জানিয়েছেন, সোহাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তিনি সাঁতার জানতেন। প্রচণ্ড গরম এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি ডুবে যেতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেছেন, সোহাদের মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

সোহাদ দর্শন বিভাগে প্রথম বর্ষের শ্রেণি-প্রতিনিধি ছিলেন। থাকতেন হাজী মুহম্মদ মুহসীন হলে। গ্রামের বাড়ি বগুড়া জেলায়।