১০০ বছরেও আওয়ামী লীগকে সরানো যাবে না, এই ভেবে বিএনপি এখন কাঁদে: মেয়র তাপস
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একসময় বিএনপি নেতারা বলেছিলেন আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আজ তারা (বিএনপি) কাঁদে এই ভেবে যে আগামী ১০০ বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না।
আজ বুধবার দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ‘২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসব’ নামে এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, ২০০৮ সালে তারা (বিএনপি) বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। বাঙালি জাতি তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, অপকর্মের জবাব দিয়েছিল। আসন পেয়েছিল মাত্র ২৯টি। ৩০টি আসনও পায়নি। ২০১৮ সালের নির্বাচনে মাত্র ৮টি আসন পেয়েছিল। ১০টি আসনও জোটেনি। সুতরাং এসব কথা বলে বাঙালিকে আর বিভ্রান্ত করা যাবে না।
মেয়র তাপস বলেন, সাধারণ জনগণ দেশের উন্নয়ন প্রত্যাশা করে। তারা তিন–চারবার ক্ষমতায় ছিল। কিন্তু বিদ্যুৎ দিতে পারেনি, মেট্রোরেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি। সুতরাং তারা তো উন্নয়ন দেখতে পাবে না।
ভরাডুবির আশঙ্কায় বিএনপির নেতৃত্বাধীন জোট নির্বাচনে আসতে চায় না মন্তব্য করে শেখ ফজলে নূর তাপস বলেন, এবার তারা যদি নির্বাচনে না আসে, তার মানে হলো তারা বুঝে গেছে যে নির্বাচনে এলে আসন পাবে না। তাই নির্বাচনে আসতে চায় না। যেটা তারা ২০১৪ সালে করেছিল।
ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ২ নম্বর ওয়ার্ডে গত তিন বছরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গোড়ান খেলার মাঠ প্রতিষ্ঠা, এসটিএস নির্মাণ, রাস্তাঘাটসহ নানাবিধ উন্নয়ন করা হয়েছে বলেও জানান মেয়র শেখ তাপস।