এ অবস্থায় তফসিল হলে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হবে: এবি পার্টি

কালো পতাকা হাতে মিছিল করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতা–কর্মীরা
ছবি: সংগৃহীত

বিএনপি এবং সমমনা দল ও জোটের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। মিছিল থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং বিরোধী নেতা–কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, বিজয়নগরসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে এবি পার্টির মিছিলটি বিজয়-৭১ চত্বরে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করে দলটি।

সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, সরকার একতরফা নির্বাচন করার জন্য বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাঁদের ওপর নির্যাতন চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। বিরোধীদের কর্মসূচিতে সরকারি দলের নেতা–কর্মীরা হামলা ও সশস্ত্র মহড়া দিচ্ছেন।

উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মারার ঘটনা উল্লেখ করে মজিবুর রহমান বলেন, এ অবস্থায় নির্বাচনের পথে পা বাড়ালে বা তফসিল ঘোষণা করা হলে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হবে। আর এর দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক।