পার্কের ভেতর থেকে খাবারের দোকান সরানোর আহ্বান সংস্কৃতিকর্মীদের

বাহাদুর শাহ পার্কের ভেতরে খাবারের দোকান। গতকাল দুপুরেছবি: সৈয়দ জাকির হোসেন

রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতর থেকে খাবারের দোকান সরানোর আহ্বান জানালেন সাংস্কৃতিক কর্মীরা। আজ রোববার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই আহ্বান জানান।

সাংস্কৃতিক কর্মীরা বলেন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সংগ্রামের পরিণতিতে রক্তে রঞ্জিত ঐতিহাসিক স্থাপনা বাহাদুর শাহ পার্ক। এর রক্ষায় যেকোনো আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকেরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। অনতিবিলম্বে পার্কের ভেতরে অবস্থিত শহীদ বেদি থেকে খাবারের দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে নিতে সিটি করপোরেশনের প্রতি অনুরোধ করা হয়।

পার্কের ভেতর থেকে খাবারের দোকান সরানোর দাবিতে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ ধারাবাহিকভাবে পুরান ঢাকার স্থানীয়, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় সভা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গেও আলোচনা সভায় বসা হয়।

পরিষদের সদস্যসচিব আখতারুজ্জামান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গণসংস্কৃতিক ফ্রন্টের সমন্বয়ক জাকির হোসেন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানব বোস, ঐকতান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সঞ্জয় দাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বিমল কান্তি দাস, আলমগীর হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের রঘু অভিজিৎ রায় প্রমুখ।

স্থানীয় ব্যক্তিদের ক্ষোভের মধ্যেও পার্কের ভেতর খাবারের দোকান স্থাপনের অনুমতি দেয় দক্ষিণ সিটি করপোরেশন। পরে পার্ক ব্যবহারকারীদের বিভিন্ন সংগঠন একত্র হয়ে সংগ্রাম পরিষদ গঠন করে নানা কর্মসূচি পালন করে। তবে খাবারের দোকান সরাতে কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি।

আরও পড়ুন