ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ সিন্ডিকেটে বহাল

ঢাকা বিশ্ববিদ্যালয়

নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ বহাল রেখেছে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড এসব শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছিল। এর মধ্যে গত বছরের নভেম্বরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে রাতের বেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত মাস্টারদা সূর্য সেন হলের ছাত্র নাজমুল হোসেন ওরফে জিম নাজমুলকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিনজনকে আজীবন ও ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

সোমবার সিন্ডিকেটের এক নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। গত বুধবার ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছিল শৃঙ্খলা বোর্ড। তাঁদের মধ্যে একজন বাদে অন্যদের বহিষ্কারের সুপারিশ বহাল রেখেছে সিন্ডিকেট। তবে অন্য একজনের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা বোর্ডের সভার সুপারিশ অনুযায়ী এসব সিদ্ধান্ত গৃহীত হয়।