রাজধানীর কুনিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন

আগুনে পুড়ছে বস্তির টিনের ঘরগুলো
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কুনিপাড়া বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক (মিডিয়া) মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থল থেকে এই প্রতিবেদক জানান, বস্তিটির নাম হ্যাপি হোমস রোলিং মিলস। সেখান শত শত টিনের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে।

সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়
ছবি: সাজিদ হোসেন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার ৬ মিনিট পর ৭টা ৫৯ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছায়। পরে আরও ১০টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তির বেলতলা এলাকার অনেকগুলো ঘর পুড়ে যায়।

আরও পড়ুন