গণতান্ত্রিক সমাজ ছাড়া ভালো সাংবাদিকতা হয় না, বিশ্বাস করতেন রিয়াজউদ্দিন

সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের স্মরণসভায় বক্তারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২৬ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ

গণতান্ত্রিক সমাজ না হলে ভালো সাংবাদিকতা হয় না বলে বিশ্বাস করতেন সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। তিনি বিশ্বাস করতেন, সাংবাদিকেরা গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কখনো আপস করতে পারেন না। তিনি নিজে তা চর্চা করতেন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখার চেষ্টা করতেন। তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলি ছিল।

সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন সাংবাদিকনেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে। রিয়াজউদ্দিন আহমেদ বিভিন্ন সময় বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

স্মরণসভার সভাপতিত্ব করেন বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ। তিনি বলেন, রিয়াজউদ্দিন আহমেদের মতো সাংবাদিকদের সম্পর্কে জানলে সাংবাদিকেরা সমৃদ্ধ হবেন, ভবিষ্যতে এগিয়ে চলার পথনকশা পাবেন। অনেকেই সাংবাদিকনেতা হতে পারলেও সাংবাদিকদের অভিভাবক হতে পারেন না। রিয়াজউদ্দিন আহমেদ তাঁর বিনয় ও কর্মদক্ষতা দিয়ে অভিভাবকত্বের সেই জায়গা অর্জন করতে পেরেছিলেন।

বিএফইউজের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিকেরা গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কখনো আপস করতে পারেন না বলে বিশ্বাস করতেন রিয়াজউদ্দিন আহমেদ। বিএনপি ও জামায়াতের মতো দুটি বড় দলকে বাইরে রেখে এক নৌকা মার্কায় নির্বাচন করতে চাইছে। রিয়াজউদ্দিন আহমেদকে মূল্যায়ন করতে হলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে সাংবাদিকদের কথা বলতে হবে।

বিএফইউজের একাংশের মহাসচিব নুরুল আমিন বলেন, এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ের মতো পেশাজীবীদের রাজনীতিবিদদের ভূমিকায় নামতে হবে। রিয়াজউদ্দিন আহমেদের আদর্শকে লালন করে কর্মসূচি দিলে সফলতা আসবেই।

ডিইউজের একাংশের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন বলেন, এখন সাংবাদিকদের মধ্যে বিভাজন রয়েছে। অনেকেই ক্ষমতার সঙ্গে থেকে হালুয়া-রুটির ভাগ পেতে ব্যস্ত। রিয়াজউদ্দিন আহমেদের মতো গণতান্ত্রিক চিন্তাচেতনার মানুষদের অনুসরণ করলে সাংবাদিকতার পথ সুগম হবে।

স্মরণসভায় আরও বক্তব্য দেন ইংরেজি দৈনিক নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজের সহসভাপতি রাশিদুল ইসলাম, বিএফইউজের প্রচার সম্পাদক মাহমুদ হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক বাছির জামাল, ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।

স্মরণসভা সঞ্চালনা করেন ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।