রাজধানীতে নির্মাণাধীন ভবনের প্লাস্টার করার সময় মাচা ভেঙে ২ শ্রমিকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন সাততলা ভবনের দেয়ালের বাইরের দিকে প্লাস্টার করার সময় মাচা ভেঙে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৩০) ও সুমন হোসেন (৩২)।

নিহত রবিউলের বড় ভাই তৌফিজ শেখ একই ভবনে নির্মাণশ্রমিকের কাজ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টার দিকে আফতাবনগরে নির্মাণাধীন একটি সাততলা ভবনের চতুর্থ তলার বাইরের দিকে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে দেওয়ালে প্লাস্টার করছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে মাচা ভেঙে নিচে পড়ে যান চার শ্রমিক। তাঁরা হলেন রবিউল ইসলাম, সুমন হোসেন, সাঈদ হাসান (২৫) ও কামাল হোসেন (৩০)। তাঁদের সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও সুমনকে মৃত ঘোষণা করেন। সাঈদ হাসান ও কামাল হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তৌফিজ শেখ বলেন, নির্মাণশ্রমিকেরা নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন। রবিউলের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামে। তাঁর বাবার নাম মংলা শেখ। সুমনের বাড়ি একই গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।