মগবাজারে ময়লার ড্রামে বিস্ফোরণ, আহত ৪

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় সড়কে রাখা ময়লার ড্রামের বিস্ফোরণে পথচারীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিরা হলেন পথচারী সাইদুল ইসলাম (৩৫), আবু কালাম (২৫), মো. শাহিন (৩০) ও মো. তারেক (২০)। সাইদুল ইসলাম মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলী হিসেবে কর্মরত। অন্য তিনজন ডিপিডিসির ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় তাঁরা রাস্তার পাশে বালু ফেলার কাজ করছিলেন।

এদিকে আহত ব্যক্তিরা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন। তিনি বলেন, আহত ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজকেই হয়তো তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসেন মহিউদ্দিন নামের এক শ্রমিক। মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, মগবাজারে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়কে বালু ফেলার কাজ করছিলেন তাঁরা। হঠাৎ বিকট শব্দে ময়লার ড্রামে বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি ওষুধের দোকানে ধোঁয়া দেখা গেছে। বিস্ফোরণের পর ভাঙা কাচের টুকরা লেগে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের তিনি হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। বিষয়টি রমনা থানা-পুলিশকে জানানো হয়েছে।