রাজধানীতে ৫১ মিলিমিটার বৃষ্টি
সকাল থেকেই আজ শুক্রবার বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। তবে বেশি বৃষ্টি হয়েছে বেলা একটার পর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫১ মিলিমিটারের বেশি। বিকেলের দিকে বৃষ্টি খানিকটা কম হতে পারে। তবে পরে আবার বৃষ্টি হয়েছে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানে আজ হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে।
দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। ওই মাসে এ বছর ৫১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। গত বছর এ মাসে ৫৮ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায়। তবে মাসের শেষ দিকে বৃষ্টি শুরু হয়। চলতি আগস্ট মাসের প্রথম দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। দিন দিন বৃষ্টি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়ার বার্তা তুলে ধরে। আজ সকাল নয়টায় দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী ও চুয়াডাঙ্গা বাদ দিয়ে সব স্টেশনে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ৯ ঘণ্টায় আজ রাজধানীতে ৫১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে দুপুর ১২টার পর থেকে।
আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭১ মিলিমিটার। এরপর সীতাকুণ্ডে ৬৮ মিলিমিটার, ভোলায় ৪০, মাদারীপুরে ২৪ ও ফেনীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজ সকাল নয়টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।