ছাত্র জনতার অভ্যুত্থান: ঢাকার পল্লবীতে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে ইমন হোসেন নামের এক যুবক হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা-পুলিশ।
গতকাল শনিবার রাতে পল্লবী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি। গ্রেপ্তার দুজন ইমন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমন হোসেন।
পুলিশ সূত্র জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হয়।