ছবিতে দেখুন দুর্ভোগের রাতের পর সকালের ঢাকা

গতকাল বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। আজ শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অনেক সড়ক এখনো পানির নিচে। অনেকেই প্রয়োজনে বের হয়ে বিপাকে পড়েন। নিউমার্কেট, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, পলাশি, আজিমপুর ঘুরে ছবিগুলো তোলা।

১ / ১৩
ঝড়ে পড়া গাছের ডালপালা সরিয়ে নেওয়া হচ্ছে। দোয়েল চত্বর।
২ / ১৩
পানিতে তলিয়ে যাওয়া ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা।
৩ / ১৩
পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তাই অটোরিকশা টেনে নিয়ে যাচ্ছেন চালক। পলাশী।
৪ / ১৩
চারদিকে পানিতে থই থই। নিউমার্কেট এলাকা।
৫ / ১৩
ফুটপাতে পানি মাড়িয়ে চলছে লোকজন। আজিমপুর।
৬ / ১৩
নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনের সড়ক পানির নিচে। আজিমপুর এলাকা।
৭ / ১৩
হাঁটুসমান পানি পেরিয়ে নিজ নিজ দোকানে যাচ্ছেন মালিক ও কর্মচারীরা। নিউমার্কেট।
৮ / ১৩
মার্কেটের সামনে ফুটপাতের দোকানিরা মালামাল রক্ষার চেষ্টা করছেন। নিউমার্কেট।
৯ / ১৩
পানিতে অর্ধেকের বেশি ডুবে গেছে প্রাইভেট কারটি। নিউমার্কেট এলাকা।
১০ / ১৩
পানি থেকে বাঁচতে ঝূঁকিপূর্ণভাবে দেয়াল ধরে যাচ্ছেন এক পথচারী। আজিমপুর।
১১ / ১৩
পানি ঢুকে বিকল হয়ে গেছে মোটরসাইকেলটি। বিপাকে চালক। আজিমপুর
১২ / ১৩
রিকশাভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। আজিমপুর।
১৩ / ১৩
দোকানে পানি ঢুকে মালামাল ভিজে গেছে। ধানমন্ডি হকার্স মার্কেট।