ঢাকায় আজ বিকেল সাড়ে ৫টার পর থেকে মেট্রোরেল চলবে না

মেট্রোরেলফাইল ছবি

ঢাকায় মেট্রোরেল আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর আর চলবে না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন বিকেল সাড়ে ৫টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোরেল চলাচল করবে না।

এর আগে দুপুরের পর মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপর মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়।

যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এখন মতিঝিল থেকে মেট্রোরেলের সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। আর উত্তরা উত্তর থেকে মতিঝিলের পথে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়।

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত মেট্রোরেলের কোনো ক্ষতি হয়নি। তবে স্টেশন এবং ট্রেনগুলো বিদ্যুৎচালিত বলে যেকোনো দুর্ঘটনা হলে তা বিপর্যয় তৈরি করতে পারে। এ জন্যেই বিকেলের মধ্যে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে ৫টার পর আর মেট্রোরেল না চালানোর সিদ্ধান্ত হয়েছে। এরপর স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হবে এবং সব ট্রেন উত্তরার ডিপোতে রাখা হবে।