উড়োজাহাজের টয়লেট থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার

সোনার বার
ফাইল ছবি: রয়টার্স

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি–১২৮ (আকাশবীণা) বিমানটিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।

সোনা উদ্ধারের ঘটনায় ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা করা হবে বলে জানিয়ছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।