যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত একটি অটোরিকশা ধাক্কা দিয়েছে। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। হতাহত হওয়া ব্যক্তিদের সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

নিহত দুজন হলেন অটোরিকশাচালক পলাশ শেখ (৫০) ও যাত্রী মমিন মিয়া (৪২)। মমিন পেশায় একজন মাছ ব্যবসায়ী।

আহত দুজন হলেন অটোরিকশার যাত্রী শাহ আলী (৩৫) ও সুমন (৪০)। তাঁরাও পেশায় মাছ ব্যবসায়ী।

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ এরশাদ আলী বলেন, তিনি জানতে পেরেছেন, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে অটোরিকশায় করে তিন ব্যক্তি মাছ কিনতে যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিলেন। অটোরিকশাটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারান। এতে থেমে থাকা ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা খায় অটোরিকশাটি। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ অটোরিকশার চার আরোহী গুরুতরভাবে আহত হন। চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত শাহ আলীর স্ত্রী মুক্তি বেগম বলেন, তাঁর স্বামীসহ তিন মাছ ব্যবসায়ী নিয়মিত যাত্রাবাড়ী মাছের আড়ত থেকে মাছ কিনতেন। এই মাছ তাঁরা মুন্সিগঞ্জে এনে বিক্রি করতেন। মাছ কিনতে যাওয়ার পথে আজ ভোরে তাঁরা যাত্রাবাড়ীতে দুর্ঘটনার কবলে পড়েন।