কামরাঙ্গীরচরে নিখোঁজের এক মাসেও ছেলের সন্ধান পাননি মা

মো. আলামিনছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়ার এক মাস পরও শিশু মো. আলামিনের (১৩) সন্ধান মেলেনি। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শিশুটির মা। ছেলের সন্ধান দিতে সবার প্রতি অনুরোধ করেছেন তিনি।

আলামিনের মা মোছা. মনোয়ারা বেগম আজ বুধবার প্রথম আলোকে বলেন, ছেলের ওপর রাগ করায় সে বাসা থেকে বেরিয়ে যায়। নিখোঁজের এক মাস হলেও আর বাসায় ফিরেনি। তিনি বলেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। এ কারণে বাবা–মায়ের নাম ছাড়া কিছু বলছে পারে না। ছেলের সন্ধানে ঢাকার বিভিন্ন মাজারে খোঁজ নেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করা হয়েছে। গ্রামে আত্মীয়স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছেন। কিন্তু কোথাও ছেলের সন্ধান পাওয়া যায়নি। কেউ ছেলেটির সন্ধান পেলে কামরাঙ্গীরচর থানায় জানানোর অনুরোধ করেন তিনি।

গত ৩১ নভেম্বর নিখোঁজ হয় স্কুলশিক্ষার্থী মো. আলামিন। নিখোঁজের চার দিন পর কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মনোয়ারা। জিডিতে বলা হয়, ৩১ নভেম্বর বিকেল কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় আলামিন। তার উচ্চতা পাঁচ ফুট। গায়ের রং ফরসা। নিখোঁজের সময় তার পরনে ছিল গেঞ্জি ও জিনসে প্যান্ট।