ডেঙ্গু নিয়ে আরও ৭ জন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিনও ডেঙ্গুতে কেউ মারা যাননি।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) সারা দেশে সাতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার তিনজন ও ঢাকার বাইরে চারজন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত জানুয়ারিতে ছয়জন ও চলতি ফেব্রুয়ারিতে দুজন ডেঙ্গুতে মারা গেছেন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারা বছরই কমবেশি লক্ষ করা যাচ্ছে। বছরের এই সময়; অর্থাৎ শীতকালে এর প্রাদুর্ভাব একটু কম থাকে। তারপরও এ বছর এখন পর্যন্ত ৬১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৯৫ জন ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আর বাকি ৩১৬ জন ঢাকার বাইরে অন্যান্য জেলায়।


কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩১ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১৬ জন। বাকি ১৫ জন ভর্তি অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে।