ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যান্টিনের ‘সানশেড’ ধসে শ্রমিকের মৃত্যু

মৃত্যুপ্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যান্টিনের পুরোনো দেয়াল ভাঙার সময় সেটির একাংশ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কলাভবন এলাকার একটি ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় নিহত মো. ডানিশ মিয়া (৫০) পরিবার নিয়ে ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানার নয়ানগর গ্রামে।

শাহবাগ থানার উপপরিদর্শক মো. মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্যান্টিনের পুরোনো দেয়াল ভাঙার সময় এর ‘সানশেড’ ধসে মাথায় আঘাত পান শ্রমিক ডানিশ মিয়া। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলা সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।