এপ্রিলেই শেষ হচ্ছে শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির কাজ

হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।ফাইল ছবি: প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ‘গ্রাউন্ড হ্যান্ডলিং’ সক্ষমতা বাড়াতে যে প্রকল্প নেওয়া হয়েছিল, তার কাজ আগামী ৩০ এপ্রিল শেষ হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আয়োজিতে এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের মার্চে দুই বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা দিচ্ছে জাইকা।

সেমিনার শেষে বিমান বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রকল্পের অধীন গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) প্রণয়ন, কর্মকর্তা-কর্মচারীদের উন্নত প্রশিক্ষণ, সেবা সরঞ্জাম ক্রয় ও রক্ষণাবেক্ষণ, কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি, র‌্যাম্প সেবার উন্নয়নসহ নানা প্রশিক্ষণ ও নীতিমালা প্রণয়নে বিমানকে সার্বিক সহযোগিতা করেছে জাইকার বিশেষজ্ঞ দল। এতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা আগের চেয়ে বেড়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান; বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম প্রমুখ।

সেমিনারে জাইকার বিশেষজ্ঞ দলের প্রধান উপদেষ্টা তাকাশি হিরামাতসু ও বিমান বাংলাদেশের পরিচালক (গ্রাহক সেবা) মো. মতিউল ইসলাম চৌধুরী প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন দিক তুলে করেন। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান তোমোহিদি ইচিগুচি।