ঢাকায় ছাদ থেকে লাফিয়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার আত্মহত্যা

ইসমায়েল গিল সেরানো ঢাকায় স্পেন দূতাবাসের কর্মকর্তা ছিলেন
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে স্পেনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ইসমায়েল গিল সেরানো। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ইসমায়েল স্পেন দূতাবাসের কর্মকর্তা ছিলেন। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (আত্মহত্যার নোট) উদ্ধার করা হয়েছে।

গুলশান-২-এর ১০৩ নম্বর সড়কের বাসা থেকে ইসমায়েলের লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান জানান। তিনি প্রথম আলোকে বলেন, বাসার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ইসমায়েল। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

পুলিশ কর্মকর্মা রিফাত রহমান বলেন, ঘটনার বিস্তারিত আরও জানার চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।