সাভারে ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ঢাকার অদূরে সাভারে একজন শিক্ষকের কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়েছেন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা। সন্দেহভাজনদের ধরতে বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালায় র্যাব–৪–এর একটি দল। অভিযানে ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮)। র্যাব সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ৪ সেপ্টেম্বরের। ওই দিন দুপুরে সাভারের রাজাসনের আইচা নোয়াদ্দা এলাকায় একটি অটোরিকশায় ছিলেন মাদ্রাসাশিক্ষক হাবিবুর রহমান। হঠাৎ ডিবি পরিচয়ে কয়েকজন তাঁকে অটোরিকশা থেকে জোর করে নামিয়ে একটি প্রাইভেট কারে তুলে নেন।
বেঁধে ফেলা হয় তাঁর চোখ। পরে মারধর করে তাঁর কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে হাত-পা বেঁধে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে যাওয়া হয়।
জমি রেজিস্ট্রি করার জন্য সোনালী ব্যাংকের নবীনগর শাখা থেকে ৯ লাখ টাকা তুলেছিলেন হাবিবুর রহমান। সেখান থেকে বাসে সাভার বাসস্ট্যান্ডে এসে পরে অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় হাবিবুর রহমানের ভাই মাহবুবুর রহমান সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সন্দেহভাজনদের ধরতে মিরপুরে অভিযান ও দুজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে র্যাব–৪। এতে বলা হয়েছে, কিছুদিন ধরেই আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় ডিবি পরিচয়ে ছিনতাই করে আসছিল একটি চক্র।
গ্রেপ্তার হওয়া শফিকুল ও আফজাল চক্রটির সদস্য। এই দুজন মাদ্রাসাশিক্ষক হাবিবুর রহমানের কাছে থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গেও জড়িত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ও আফজাল ৯ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছেন বলে জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।