রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর রামপুরায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে রামপুরার হাজীপাড়া পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলী হোসেন তালুকদার (৩৪)। তিনি ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
নিহত আলী হোসেন তালুকদারের সঙ্গে মালিবাগের একটি বাসায় ভাড়া থাকতেন সাইফুল ইসলাম। তিনি বলেন, আলী ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় রমজান পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। পুলিশ জানায়, গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান বলেন, এ ঘটনায় রমজান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
নিহত আলীর বড় ভাই মোশারফ তালুকদার বলেন, ‘খবর পাই, সে সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
নিহত আলী হোসেন তালুকদার পিরোজপুর সদরের কুমিরামারা গ্রামের আবদুল আজিজ তালুকদারের ছেলে। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। মোশারফ তালুকদার জানান, তাঁর ছোট ভাই এক বছর আগে বিয়ে করেছেন। তবে এখনো তাঁর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি। স্ত্রী গ্রামেই থাকেন।