নিউ সুপার মার্কেটে আগুনের কারণ তদন্তে কমিটি করেছে ঢাকা দক্ষিণ সিটি

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন
ফাইল ছবি: প্রথম আলো

ঢাকা নিউ সুপার মার্কেটে সংগঠিত অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

করপোরেশনের অঞ্চল-১–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।

আজ রোববার করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী তিনে দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরাও।

ভয়াবহ আগুনে মার্কেটের তৃতীয় তলায় কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। বেশির ভাগই কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকার মতো হবে বলে প্রাথমিকভাবে মনে করছেন ব্যবসায়ীরা। আগুনে কেউ মারা যাননি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২৪ কর্মীসহ ৩২ জন আহত হয়েছে।

আগুন পুরোপুরি নির্বাপণের পরই আজ রোববার সকাল ৯টার পরে রাজধানীর নিউ সুপার মার্কেট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে এ মার্কেট খুলে দেওয়া হয়েছে।