রাজধানীর মিরপুর গোল চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. বিল্লাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপরের দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, বিল্লাল একটি পোশাক কারখানার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। গোল চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পথচারীরা প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিল্লালের দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন স্ত্রী বানু আক্তার। তিনি বলেন, যারা হাসপাতালে নিয়ে এসেছিল, তারা তাঁকে জানিয়েছেন একটি বাস তাঁর স্বামীকে ধাক্কা দিয়েছে। তাদের বাসা মিরপুর গুদারাঘাট এলাকায়। এই দম্পতির এক ছেলে, এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.মাসুদ মিয়া বলেন, বিল্লালের মৃতদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে।