সুন্দরবনবিনাশী সব কর্মকাণ্ড বন্ধের দাবি

সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবনবিনাশী সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। শাহবাগ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

সুন্দরবনবিনাশী সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁরা বলছেন, যতবার প্রাকৃতিক দুর্যোগ এসেছে, ততবারই সুন্দরবন মায়ের মতো তার বুক দিয়ে আগলে রেখেছে দেশের দক্ষিণ অঞ্চলকে। তথাকথিত উন্নয়নের ফলে শুধু সুন্দরবনই নয়, দেশ থেকে সব ধরনের বন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠনের নেতারা এসব কথা বলেন। সুন্দরবন দিবস-২০২৩ উপলক্ষে যৌথভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন, নাগরিক উদ্যোগ, উন্নয়ন ধারা ট্রাস্ট, উবিনীগ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিডাস, ক্যাপস, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ একাধিক পরিবেশবাদী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

সভাপতির বক্তব্যে বাপার সহসভাপতি নূর মোহাম্মদ তালুকদার বলেন, সুন্দরবন দক্ষিণ এশিয়ার ফুসফুস। সুন্দরবন এ দেশের রক্ষাকবচ। যতবার প্রাকৃতিক দুর্যোগ এসেছে, ততবারই সুন্দরবন মায়ের মতো তার বুক দিয়ে দেশের দক্ষিণাঞ্চলকে আগলে রেখেছে। তথাকথিত উন্নয়নের ফলে শুধু সুন্দরবনই নয় বরং দেশ থেকে সব ধরনের বন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, ‘আমরা কিন্তু উন্নয়নবিমুখ না, তবে যেসব উন্নয়ন দেশের পরিবেশ বন ও প্রকৃতি উজাড় করে করা হয়, সেই ধরনের উন্নয়ন আমরা চাই না।’

স্থপতি ইকবাল হাবিব বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন ও দেশের একমাত্র রক্ষাকবচ সুন্দরবন রক্ষার জন্য সমাবেশ থেকে দুহাত জোড় করে কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। অসংখ্য জীববৈচিত্র্যের আধারখ্যাত সুন্দরবন থেকে উন্নয়নের নামে সব ধরনের বনবিনাশী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তিনি।

বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, ‘এই ভালোবাসা দিবস হোক সুন্দরবনসহ দেশের সব বনকে ভালোবাসার। কারণ, দেশের ফুসফুসখ্যাত এই বনকে রক্ষা করতে না পারলে আমরা কেউ ভালো থাকব না। সুতরাং চলুন আমরা দেশের বনকে ভালোবাসি, প্রকৃতিকে এবং দেশকে ভালোবাসি।’

বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, বাপার নির্বাহী সদস্য ও সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাপার নির্বাহী সদস্য ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক নিখিল ভদ্র, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি নাজিম উদ্দীন, নগরবাসী পরিবেশ আন্দোলনের সভাপতি হাজি শেখ আনছার আলী, গ্রিন ভয়েস ঢাকা বিভাগের সভাপতি আবদুস সামাদ প্রধান, গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল কাদের জিলানী প্রমুখ।

স্থানীয় নাগরিকদের নিয়ে সুন্দরবন দিবস উদ্‌যাপন

এদিকে গণমাধ্যমে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ জানিয়েছে, সুন্দরবন দিবস-২০২৩ উপলক্ষে বাংলাদেশের উপকূলজুড়ে স্থানীয় নাগরিকদের নিয়ে সুন্দরবন দিবস উদ্‌যাপন করা হয়েছে। সুন্দরবনের প্রতি মমত্ববোধ থেকে বাগেরহাট জেলার মোংলা, পটুয়াখালী জেলার কলাপাড়া, বরগুনা জেলার তালতলী এবং কক্সবাজার সদর ও জেলার মহেশখালীতে যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালন করা হয়।