জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে ১৫ দিনের ছুটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৭ দিনের ছুটি শুরু হচ্ছে। আগামী রোববার থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ইস্টার সানডে, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সব ক্লাস বন্ধ থাকবে। পাশাপাশি মার্চ মাসের ২৯ ও ৩০ তারিখ শুক্রবার-শনিবার মিলিয়ে শিক্ষার্থীরা মোট ১৭ দিনের ছুটি কাটাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপ্রিলের ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর বন্ধ থাকবে। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।