কোটা সংস্কারের দাবিতে বাড্ডা-নতুন বাজার মোড় অবরোধ শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরাফাইল ছবি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা-নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা বাড্ডা-নতুন বাজার মোড়ে জড়ো হতে থাকেন। পরে তাঁরা সড়ক অবরোধ করেন।

পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাজন কুমার সাহা প্রথম আলোকে বলেন, কোটা সংস্কারের দাবিতে বাড্ডা-নতুন বাজার মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

রাজধানীর বসুন্ধরা, পূর্বাচল, ভাটারা এলাকায় একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। সূত্র জানিয়েছে, এসব এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ আন্দোলনে নেমেছেন। তাঁরা প্রগতি সরণি, কুড়িল মোড়ও অবরোধ করে রেখেছেন।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলন চলছে।