নিকুঞ্জে ছাত্রী হোস্টেলে লাগা আগুন নিভেছে
রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় একটি ছাত্রী হোস্টেলের নবম তলায় লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা জানায়, রাত ৮টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এরপর সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্য। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে নিকুঞ্জ–২ এলাকায় অবস্থিত সিটি ডেন্টাল কলেজের একটি ছাত্রী হোস্টেলের ১৪ তলা ভবনের নবম তলায় আগুন লাগে।
এর আগে রাত পৌনে আটটায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাকিব হোসেন প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর ভবনে থাকা শিক্ষার্থীরা নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ছাড়া ভবনের বাইরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।