ফেব্রুয়ারি নাগাদ সায়েদাবাদে টার্মিনালের কার্যক্রম কাঁচপুর থেকে

ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। কাঁচপুর, নারায়ণগঞ্জ, ৯ আগস্ট
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী ফেব্রুয়ারি নাগাদ নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। এরপর সেখান থেকেই চলাচল করবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার বাস।

আজ বুধবার কাঁচপুরে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করে এ কথা জানান মেয়র তাপস। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মাটি ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, বাস ঢোকা–বের হওয়া ও শ্রমিকদের থাকার জন্য ছাউনির ব্যবস্থা করা হবে। এসব কাজে ব্যয় হবে ২৮ কোটি টাকা।

ডিএসসিসি সূত্র বলছে, আগামী ছয় মাসের মধ্যেই সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালের কার্যক্রম প্রাথমিকভাবে কাঁচপুরে শুরু হবে।

নির্মাণকাজের উদ্বোধন করে মেয়র তাপস সাংবাদিকদের বলেন, ‘ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ, ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি।’

মেয়র তাপস বলেন, ‘এই টার্মিনাল নির্মাণে অর্থায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি। পরিচালনাও করবে সিটি করপোরেশন। বাস রুট রেশনালাইজেশন কমিটির পরিকল্পনার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনায় সুষ্ঠু ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ধাপে ধাপে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি।’

কাঁচপুরে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনালসহ অন্য টার্মিনালগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার পর সায়েদাবাদ বাস টার্মিনালটি শুধু ‘ঢাকা শহরের অভ্যন্তরে চলাচল করা নগর পরিবহন’–এর বাসগুলোর জন্য টার্মিনাল হিসেবে ব্যবহৃত হবে বলেও জানিয়েছেন মেয়র তাপস।

টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, ঢাকা শহর থেকে পর্যায়ক্রমে টার্মিনালগুলো সরাতে হবে। এটি সে কার্যক্রমেরই প্রথম উদ্যোগ। এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, ‘সায়েদাবাদ টার্মিনাল থেকে ১৬ জেলার ১১ হাজার বাস চলাচল করে। এসব বাস ঢাকা শহরের ভেতরে না ঢুকলে শহরের ৩০ শতাংশ যানজট কমবে। আর এটা হবে আমাদের জন্য অনেক বড় একটি মাইলফলক।’