ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্য নতুন হল ও বর্ধিত ভবন নির্মাণের পরিকল্পনা জানাল কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হল ও বিদ্যমান ছাত্রী হলের বর্ধিত ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব প্রকল্প সরকারের কাছে অনুমোদনের অপেক্ষায় আছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘চারটি ছাত্রী হলের বর্ধিত ভবন নির্মাণ প্রকল্প’ অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এই প্রকল্প অনুমোদিত হলে প্রায় ৩ হাজার ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।
এ ছাড়া চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ছাত্রী হল নির্মাণে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহনেওয়াজ হোস্টেল ভেঙে ১৫ তলাবিশিষ্ট একটি ছাত্রী হল নির্মাণ, শামসুন নাহার হলের দুটি সম্প্রসারণ ভবন (১০ তলা ও ৬ তলা) নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের বিদ্যমান স্টাফ কোয়ার্টার বি এবং ডি ভবন ভেঙে ১১ তলা ও ৮ তলাবিশিষ্ট দুটি ভবনের সমন্বয়ে একটি ছাত্রী হল নির্মাণ এবং কুয়েত মৈত্রী হলের সম্প্রসারণ ভবন (১০ তলা) নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাজেট ঘাটতি সত্ত্বেও বিশেষ বরাদ্দের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ছাত্রীদের হলগুলোতে প্রায় ৫০০ বাঙ্ক বেডের (দ্বিতল শয্যা) ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আবাসন সুবিধার দাবিতে আজ উপাচার্যের বাসভবনের সামনে সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করেছেন। বিকেল চারটার দিকে প্রশাসনের আশ্বাসে তাঁরা কর্মসূচি শেষ করেছেন। আগামী বৃহস্পতিবার তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনায় বসার কথা রয়েছে৷
অস্থায়ীভাবে ছাত্রীদের আবাসনের ব্যবস্থা করাসহ নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত করাসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে ছাত্রীদের আবাসন সংকট নিরসনে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানিয়ে আজ বিজ্ঞপ্তি দিল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।