নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম নেওয়ার নির্দেশ সংস্কৃতি উপদেষ্টার

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীছবি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সৌজন্যে

নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম নেওয়া ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলো শেষ করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে কামাল আবদুল নাসের চৌধুরী এই নির্দেশ দেন। গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এটিই তাঁর প্রথম সভা।

বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বই কেনার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা, জেলার লাইব্রেরি কার্যক্রম জোরদার করা, বই অনুবাদ করার কার্যক্রম হাতে নেওয়া ও বিদেশে ‘কালচারাল সেন্টার’ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। এ ছাড়া আগামী এক বছর কী কী কর্মসূচি নেওয়া হবে, তা ঠিক করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সংস্কৃতিবিষয়ক সচিব খলিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও মন্ত্রণালয়ের অধীন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।