হাসপাতালের বিরুদ্ধে মামলা করায় হুমকি পাচ্ছেন, অভিযোগ আয়ানের বাবার
রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় মামলা করে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আয়ানের বাবা শামীম আহমেদ। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গিয়ে তিনি লিখিত অভিযোগ দেন।
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
গত মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগে জে এস হাসপাতালে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিদ (১০) নামের এক শিশু মৃত্যুর ঘটনা উল্লেখ করে শামীম আহমেদ বলেন, ‘জে এস হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশুমৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ আমার ছেলে হত্যার ঘটনায় দুই মাস হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
আয়ানের বাবা আরও বলেন, ‘আমি বলতে চাই, যদি আয়ান হত্যার সঠিক বিচার হতো তাহলে হয়তো মালিবাগে আবার শিশুর খতনা করাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটত না।’
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডিবি ছায়া তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
আয়ানের বাবাকে হুমকির বিষয়ে ডিবিপ্রধান বলেন, ‘আয়ানের বাবা যদি ডিবিতে মামলা তদন্তের আবেদন করেন, আমরা তদন্ত করব। আসলে অনেক প্রতিষ্ঠান বড়। কিন্তু তিনি সাধারণ মানুষ, বড় প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করে পারবেন না। তবে আমরা তাঁর পাশে আছি।’