হলের সংকট নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে ‘তাচ্ছিল্যের’ অভিযোগ প্রাধ্যক্ষের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

হলের কিছু সমস্যা-সংকট নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ‘তাচ্ছিল্য’ করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছিরের বিরুদ্ধে। তবে প্রাধ্যক্ষের দাবি, প্রশ্ন করার ধরন ভালো না হওয়ায় তিনি ওই সাংবাদিককে পরে কার্যালয়ে যেতে বলেন।

গত বুধবার বিকেলে বিজয় একাত্তর হলের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারী সাংবাদিক আশিকুর রহমান শুভ প্রতিদিনের সংবাদ নামের একটি দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগকারী আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিজয় একাত্তর হলে পানির ফিল্টার নষ্ট, হলের পত্রিকা কক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ। এসব সমস্যা সমাধানে হল প্রশাসন কী উদ্যোগ নিয়েছে, তা জানতে প্রাধ্যক্ষ আবদুল বাছিরকে মুঠোফোনে কল করলে বুধবার বিকেলে তিনি আমাকে হল কার্যালয়ে যেতে বলেন। এদিন আমি তাঁর কার্যালয়ে যাই। সেখানে যাওয়ার পর তিনি আমাকে বলেন, ‘‘কী বলার আছে, তাড়াতাড়ি বলো।’’ প্রশ্ন করার পর তিনি আমাকে বলেন, ‘‘তোমাকে কেন কৈফিয়ত দেব?’’ এরপরে এখন কথা বলবেন না বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে তিনি আমাকে কার্যালয় থেকে চলে যেতে বলেন। পরে আমি সেখান থেকে চলে আসি।’

অভিযোগের বিষয়ে প্রাধ্যক্ষ আবদুল বাছির প্রথম আলোকে বলেন, ‘কৈফিয়ত দেব না- এমনটা আমি বলিনি৷ তাঁর (আশিকুর) প্রশ্ন করার ধরন ভালো ছিল না৷ ওটা আমি নিতে পারিনি৷ তাই তাঁকে পরে আসতে বলেছি৷’