ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত এক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার পর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই দুই কলেজের মধ্যে এমন ঘটনা ঘটার জন্য কারণ লাগে না। মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। আজকের ঘটনা কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। যানচলাচলও স্বাভাবিক। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে এবং সিটি কলেজে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ান। প্রায় এক ঘণ্টা ধরে এক পক্ষ আরেক পক্ষকে পাল্টাপাল্টি ধাওয়া দেয়। ইটপাটকেল নিক্ষেপ করে।
এই সংঘর্ষে ইটের আঘাতে মো. জাফরি (১৭) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
আহত জাফরির সঙ্গে হাসপাতালে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, গতকাল সোমবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করেছিল। আজ সকালেও ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে তারা। এই খবর পেয়ে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী একত্র হয়ে সায়েন্স ল্যাবের দিকে যেতে চাইলে সিটি কলেজের শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করেন। এতে জাফিরের কপালের ডান পাশের ইটের আঘাত লাগে।