শাহজালাল বিমানবন্দরে একজন যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নিষিদ্ধ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরছবি: ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে। আজ রোববার কার্যকর হওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীদের বিদায় কিংবা স্বাগত জানানোর সময় বের হওয়ার গাড়ির পথ (ডিপারচার ড্রাইভওয়ে) ও আগমনের ছাউনির (অ্যারাইভাল ক্যানোপি) এলাকায় একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক খুদে বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। তিনি যাত্রীদের স্বজনদের প্রতি সুশৃঙ্খলভাবে চলাচলের আহ্বান জানান এবং সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বছরে গড়ে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন। এই বিমানবন্দর থেকে প্রতিদিন ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। যাত্রীদের স্বজনদের ভিড় ও যানজট নিয়ন্ত্রণে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নির্দেশনার সঠিক বাস্তবায়নের জন্য বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ও তদারকি আরও জোরদার করা হয়েছে।