ডেঙ্গু নিয়ে আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

দেশে ডেঙ্গু নিয়ে আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব রোগী ভর্তি হয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি ২৯ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা ও খুলনার বিভিন্ন হাসপাতালে ১৪ জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩ জন, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮ জন করে, ময়মনসিংহ বিভাগের হাসপাতাল ও সাভার উপজেলায় ১ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন মারা গেছেন। তাঁদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ২৬ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৯ জন। তাঁদের মধ্যে পুরুষ আড়াই হাজার ও নারী ১ হাজার ৬২৯ জন।