বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে ঢাকায় পুলিশের ‘বিশেষ মহড়া’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা দাঙ্গা নিয়ন্ত্রণে ‘বিশেষ মহড়ায়’ অংশ নেন। পূর্বাচল, ঢাকা, ১৩ অক্টোবর
ছবি: ডিএমপির সৌজন্যে

দাঙ্গা নিয়ন্ত্রণ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের নিয়ে একটি ‘বিশেষ মহড়া’ হয়েছে। শুক্রবার ঢাকার পূর্বাচলে এই মহড়া হয়। মূলত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল মোকাবিলা নিয়ে এই মহড়া হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মহড়ায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠান্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা, জনশৃঙ্খলা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারি ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে।’

উল্লেখ্য, দায়িত্ব দেওয়ার পর ২ অক্টোবর ‘মিট দ্য প্রেস’–এ এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংগঠন কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ডিএমপির সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য এই মহড়া হয়েছে। ডিএমপির অনলাইন নিউজপোর্টাল ডিএমপিনিউজডটওআরজিতে এ–সংক্রান্ত একটি প্রতিবেদনও গতকাল প্রকাশ করা হয়েছে।

মহড়ায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার ফারুক হোসেন শুক্রবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এর আগে দাঙ্গা দমনের বিষয়ে অল্পসংখ্যক পুলিশ সদস্যদের নিয়ে মহড়া দেওয়া হতো। এই মহড়ায় বিপুলসংখ্যক সদস্যকে একসঙ্গে মহড়া দেওয়া হয়েছে। যেকোনো ধরনের দাঙ্গা প্রতিরোধে ডিএমপির সদস্যদের সক্ষমতা তৈরি করতেই এবার বড় আকারে এই মহড়া হয়েছে।