ঈদের আগে গণমাধ্যমকর্মীদের বেতন, বোনাস ও বকেয়া পরিশোধের দাবি

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএফইউজের নির্বাহী পরিষদের সভা হয়। ২৭ মার্চছবি: সংগৃহীত

ঈদের আগে গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় এই দাবি জানানো হয়।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি ওবায়দুর রহমান, সহসভাপতি এ কে এম মহসিন ও মুহাম্মদ খায়রুল বাশার, সহকারী মহাসচিব বাছির জামাল, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক প্রমুখ বক্তব্য দেন।

সভার এক প্রস্তাবে দেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বিএফইউজের সভায় সাইবার সিকিউরিটি অ্যাক্টকে ‘গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুন’ উল্লেখ করে বলা হয়, সাইবার সিকিউরিটি অ্যাক্টেও নিবর্তনমূলক উপাদানগুলো রয়েই গেছে। আগের মতোই বাক্‌স্বাধীনতা, ভিন্নমতের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা ‘ব্যাপকভাবে খর্ব’ করার সুযোগ নতুন আইনেও রাখা হয়েছে।

সভায় সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, আমার দেশ, দিনকাল, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশনসহ বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানানো হয়।