অনলাইনে মনোনয়ন দাখিল পদ্ধতিতে অনাচার কমতে পারে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যে শোডাউন হয়, তা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা করতে গিয়ে আচরণবিধি ভঙ্গ হতে পারে।

অনেক সময় সংঘাতও হতে পারে। তিনি মনে করেন, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতির মধ্য দিয়ে এ ধরনের অনাচারগুলো কমে আসতে পারে।

আজ রোববার নির্বাচন ভবনে ‘অনলাইনে মনোনয়নপত্র জমা ও স্মার্ট নির্বাচনী ব্যবস্থাপনা’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

সিইসি মনে করেন, গত ৫০ থেকে ৬০ বছরে প্রযুক্তির যে পরিবর্তন হয়েছে, তা অবিস্মরণীয়। প্রযুক্তির সঙ্গে নিজেকে মেলাতে না পারলে পিছিয়ে পড়তে হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি সহজ বলে মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মনোনয়নপত্র সাবমিশন (জমা) করতে গিয়ে শোডাউন করা হয়। এতে আচরণবিধি ভঙ্গ হতে পারে। মনোনয়নপত্র সাবমিশন (জমা) করতে গিয়ে অনেকে বাধাপ্রাপ্তও হন।

মনোনয়নপত্র জমার পর চাপ প্রয়োগ করা হয় নমিনেশন (মনোনয়নপত্র) প্রত্যাহার করার জন্য।

অনলাইন পদ্ধতিতে এই অনাচারগুলো কমে আসতে পারে।’

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান বক্তব্য দেন।