সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিদ্দিকবাজারের বিধ্বস্ত ভবনে আজ বুধবার আবার উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: জাহিদুল করিম

গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারের ভবন বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার দুর্ঘটনার পরদিন এ তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী পাঁচ দিনের মধ্যে এ তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এর পাশের একটি পাঁচতলা ভবনও এতে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ গতকাল রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। আজ সকাল ৯টার পর আবার শুরু হয়েছে উদ্ধারকাজ। এর অনেক আগে থেকেই দুর্ঘটনা স্থলে এসে পৌঁছেন নিখোঁজ একাধিক ব্যক্তির স্বজনেরা।

আজ ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ওই কমিটির বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবস সময় দেওয়া হয়েছে তদন্তকাজ পরিচালনার জন্য।

গতকাল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একে একে চলে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শুরু হয় উদ্ধার তৎপরতা। রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজে বিরতি দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, সাততলা ভবনের বেজমেন্টে মূল বিস্ফোরণ ঘটেছে বলে তাঁদের ধারণা। সেখান আজ পানি জমে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালত দিনমনি শর্মা। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘বেজমেন্টে সম্ভবত পানি ধরে রাখার জায়গা ছিল। সেটা নষ্ট হয়ে পানি ছড়িয়ে পড়েছে। সেটা এখন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।’