রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় প্রকৌশলী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় গতকাল মঙ্গলবার রাতে আরাফাত হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী ছিলেন তিনি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী আজ বুধবার প্রথম আলোকে বলেন, গতকাল রাত সোয়া ১১টার দিকে আরাফাত মোটরসাইকেলে বাড্ডা থেকে কুড়িল যাচ্ছিলেন। পথে বাড্ডার ফুজি টাওয়ারের ক্রসিংয়ে পেছন থেকে একটি লরি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ইয়াসিন গাজী আরও বলেন, দুর্ঘটনার পর পালানোর সময় বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে একটি বাসকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় লরিটি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় চালককে আটক করে পুলিশ। লরিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

প্রকৌশলী আরাফাতের বাড়ি নড়াইল সদর থানার বাহিরগাঁওয়ে। তাঁর বাবা আবদুর রব শিকদার।

আরও পড়ুন